বাস উল্টে রাজশাহী কলেজের তিন ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকরাও। গতকাল সকাল ৯টা থেকে রাজশাহী কলেজের সামনে ও সাহেববাজার জিরোপয়েন্টে আলাদাভাবে সড়ক অবরোধ করে তারা। পরে দায়ীদের বিচারের আওতায় আনার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ সময় শিক্ষার্থীরা ১৪ দফা দাবি তুলে ধরেন। তবে সাহেববাজার জিরোপয়েন্টে অবরোধকারী শিক্ষার্থীরা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায়। বেলা দেড়টার দিকে পুলিশ তাদের জোর করে তুলে দেয়। নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, দুই বাস চালকের বিরুদ্ধে ইতিমধ্যে মতিহার থানায় মামলা হয়েছে। পুলিশ দায়ী বাসচালককে গ্রেফতারের চেষ্টা করছে। এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ কলেজের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।