মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

10801514_10152564962969537_7606009153082072585_n_50286

 

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম বিজয়ের বার্ষিকীতে আজ মঙ্গলবার সকালে সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৬টা ৪২ মিনিটে সূর্য ওঠার প্রাক্কালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অজানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।অপরদিকে, সাভার স্মৃতিসৌধে ফুল দিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতার ঢল নেমেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক নিবেদনের পর পরই লাখো জনতার ঢল নামে স্মৃতিসৌধে। এ সময় নারী-পুরুষের পাশাপাশি পরিবারের শিশুরাও হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে সাভার স্মৃতিসৌধে অবস্থান করতে দেখা যায়।