গত ১ মার্চ থেকে ২০ দিন ব্যাপী শুরু হয়েছে মীরসরাই স্টেডিয়ামে স্বাধীনতা মেলা। রাজনৈতিক জটিলতার কারণে গত দুই বছর স্বাধীনতা মেলা না হলেও এই বছর অনেক আয়োজন কে হাতে নিয়ে গত এক মার্চ শুরু হয়েছে মীরসরাইয়ের স্বাধীনতা মেলা। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে শিল্পী গোষ্ঠী মীরসরাইয়ের মাটিতে এসে দর্শক মাতালেও গত ৭মার্চ দর্শক মাতালেন মীরসাইয়ের স্থানীয় শিল্পী নুরুল ইসলাম। নুরুল ইসলাম ইতি মধ্যে চট্টগ্রাম শহরসহ আরো অনেক স্থানে গিয়ে দর্শকদের ভালো রেসপোন্স পেয়েছেন। ইতি মধ্যে নুরুল ইসলাম দুই দুইবার বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান গেয়েছেন।