মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে র্যালি বের করে ছাত্রশিবির। ঢাকা মহানগরী উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার উদ্যোগে জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশ নেয় শিবিরকর্মীরা। ছাত্র শিবির জানায়, সকাল সাড়ে ৭টার দিকে শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে র্যালিটি বাড্ডা নতুন বাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় সরণী গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মহানগর উত্তরের সভাপতি রাকিব মাহমুদ, সেক্রেটারি এম ফয়সাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে বনশ্ররীতে র্যালি বের করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। কেন্দ্রীয় অর্থ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহানগর পূর্ব শাখার সভাপতি রেজাউল হক রিয়াজ, সেক্রেটারি এম শামিমসহ অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া সকাল ৯টার দিকে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর নারিন্দা এলাকায় র্যালি বের করে শিবিরকর্মীরা। কেন্দ্রীয় গবেষণা সম্পাদক এনামুল কবিরের নেতৃত্বে এতে দক্ষিণ শাখা সভাপতি রাশেদুল হাসান রানা, সেক্রেটারি মাঈন উদ্দিন মৃধাসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।