Monday, February 10Welcome khabarica24 Online

“স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণ হবেই”

 

এম.ইমাম হোসেনঃ শখ বা স্বপ্নের অনেক কাজ অনেকেই জমিয়ে রেখে দেন অবসরে যাওয়ার পরে করবেন বলে। কিন্তু সেগুলো এখনই শুরু করে দেওয়া ভালো। কারণ, অবসর-পরবর্তী সময়টা তো না-ও আসতে পারে। জীবনে সত্যিকারের অবসর আসলে কখনোই মেলে না। সময় খুবই সীমিত, কাজেই সেটা অপচয় করার কোনো মানে হয় না। তাই “স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণ হবেই” এই শ্লোগানটি “স্বপ্নের আলো” সংগঠনের শ্লোগান । সংগঠনের প্রতিষ্ঠাতা/পরিচালক মোঃ বিল্লাল হোসেন । তার কাছ থেকে জানা যায়, সে অনেক স্বপ্ন দেখেছে কিন্তু এর মধ্যে গরীব ও পথশিশুদের নিয়ে কাজ করার স্বপ্নটাই পূরণ হয়েছে । তাই সে স্বপ্ন দেখে তার বন্ধু-বান্ধুবীদের নিয়ে গরীব ও পথশিশুদের সাহায্য করবে । তাদের যেকোনো বিপদে এগিয়ে আসবে। আরও জানাগেছে তার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে সে বিভিন্ন শিক্ষামূলক, সচেতনমূলক ও প্রতিভাবান গরীবদের তুলে ধরেন । চ্যানেল’র নাম’ “Shopner Alo Ltd”। এখনো তার নেই তেমন Subscriber!! তবে তার স্বপ্ন, একদিন সে পারবে অনেক দূর এগিয়ে যেতে। মানবতার সেবা করাই তার স্বপ্ন..।
সংগঠনটির ঠিকানাঃ পীরেরবাগ (পাকা মসজিদ), মিরপুর, ঢাকা-১২১৬।
যোগাযোগঃ ০১৯২৮-১৩০৯৬৭