নিজস্ব প্রতিনিধি : পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা মদীনার পথে যাত্রা শুরু করলেন পাক্ষিক খবরিকা সম্পাদক, দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তর মীরসরাই প্রতিনিধি মাহবুব পলাশ। কাফেলার সূচি অনুযায়ী চট্টগ্রাম থেকে আজ( ২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটে তিনি জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন । তাঁর সাথে যাচ্ছেন তাঁর সহধর্মিনী তাছলিমা চৌধুরী সুরভী( ৪০), কন্যা তানহা ( ১৭), পুত্রদ্বয় তাকিব ( ১২) ও সোহান ( ২)। সুস্থ সুন্দরভাবে হজ্বব্রত পালনের জন্য তিনি সকলের দোয়া প্রার্থনা করেন । তাঁর এই যাত্রাপথে সার্বিক শুভ কামনা করেন খবরিকা পরিবার ও মীরসরাই প্রেস ক্লাবের কর্মকর্তাবৃন্দ।