কক্সবাজার সাগরপাড়ে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবনের নেতৃত্বে প্রতিনিধিদল। এ সময় নাজমুল হাসান পাবন বলেন, পর্যটন শহর কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশেই নির্মিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি বিশ্বের দৃষ্টি আকৃষ্ট করবে। এই স্টেডিয়ামে আপাতত বিশ্বকাপের আসর না বসলেও আগামী ৪ মার্চ একটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার বিকেল ৩টায় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় বিসিবির অন্য কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান পাবন আরো বলেন, প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় দ্রুত এ স্টেডিয়ামের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় এক লাখ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি আগামী ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
নাজমুল হাসান পাবন আরো বলেন, প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় দ্রুত এ স্টেডিয়ামের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় এক লাখ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি আগামী ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
উৎস-কালেরকন্ঠ