সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে আগামীকাল শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।সূত্র জানায়, সৌদি বাদশাহের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে শনিবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।শুক্রবার ভোররাতে ৯০ বছর বয়সী আব্দুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে, সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে শুক্রবার রাতে শপথ নেবেন প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ (৭৯)।