খুনের অপরাধে সাজাপ্রাপ্ত এক ভারতীয় ও মাদক পাচারের অপরাধে সাজাপ্রাপ্ত এক পাক নাগরিকের শিরোচ্ছেদ করা হলো সৌদি আরবে। এই নিয়ে এবছরে সর্বোচ্চ দণ্ড হিসেবে ৩৪ অপরাধীর শিরোশ্ছেদ করল সৌদি আরব।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বিজয় কুমার সেলিম নামক ওই ভারতীয় ইয়েমেনের এক নাগরিককে মাথায় কুঠারের আঘাত খুন করেছিল। সেলিম যে সংস্থায় কাজ করত, সেখানেই বচসার সূত্রপাত। সেখানেই তাঁকে সেলিম খুন করে বলে অভিযোগ। রিয়াধে সেলিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।সেলিম ছাড়াও এদিন হাফিস ওয়াইফাক রসৌল নামের এক পাকিস্তানি হেরোইন পাচারকারীর মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে। সূত্রের খবর, তার স্বীকারোক্তির ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।