প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কিছু দিনের মধ্যেই সৌদি আরবের শ্রমবাজার খুলছে। সৌদি আরব কিছু দিনের মধ্যে বিপুল সংখ্যক লোক যাবেন। সৌদি আরবের তিনটি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ শ্রমিক পাঠাতে প্রস্তুত। আজ সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, অল্প অল্প করে শ্রমিকরা যাচ্ছেন। কয়েক দিন আগেও প্রায় দুই হাজার লোক গেছেন। কিছুদিনের মধ্যে আরও দেড় হাজার যাবেন।মন্ত্রী বলেন, সৌদি আরবে শ্রমবাজার বন্ধ হয়নি। অভিবাসন ও মধ্যস্বত্ত্বভোগীদের কারণে সৌদি আরবে শ্রমবাজার সীমিত হয়েছে। কিন্তু বন্ধ হয়নি। এতে অল্প দিনের মধ্যেই অনেক লোক নেবে সৌদি সরকার। তবে ভিসা ট্রেডিং বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।তিনি জানান, শূন্য অভিবাসন ও নিয়ম-নীতির মাধ্যমে গত এক বছরে ১৭ হাজার ৪০০ টাকায় প্রায় দুই থেকে আড়াই হাজার লোক গেছেন সৌদি আরবে। মন্ত্রী বলেন, সে দেশে প্রায় ২৫ লাখ বাংলাদেশি রয়েছেন। সৌদি সরকারের সঙ্গে আমরাও শ্রমিকদের সচেতন করার চেষ্টা করছি।মন্ত্রী বলেন, বিগত জোট সরকারের আমলে গড়ে বছরে মাত্র দুই থেকে আড়াই লাখ লোক বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। মহাজোট সরকারের ৫ বছরে গড়ে ৫ লাখ লোক বিদেশে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। জোট আমলে ৯৭টি দেশে জনশক্তি রপ্তানি করা হতো, বর্তমানে ১৫৯টি দেশে লোক পাঠানো হচ্ছে।