মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতা জারি

35031-swine_65842

 

ভারতে সোয়াইন ফ্লুর প্রকোপ ভয়ংকর রূপ ধারণ করায় এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সোয়াইন ফ্লু রোধে সতর্কতা জারি করেছে সরকার।রবিবার সংসদ সদস্য এম এ হান্নানের এক প্রশ্নের জবাবে এ সতর্কতার বিষয়টি জাতীয় সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লু রোধে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব বন্দর আছে, সেসব বন্দরে সতর্কতা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরে সাতটি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। সোয়াইন ফ্লু শনাক্তকরণ, পর্যাপ্ত ওষুধ মজুত এবং প্রয়োজনীয় ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।