খবরিকা ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্দোগ্যে ২০২০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে সোনারগাঁও পৌরসভা এলাকায় ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রমের অবহিতকরণ সভা আজ রোববার দুপুরে পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ইভ্যালুয়েটর ডাঃ উম্মে রুমান সিদ্দিকী, সোনারগাঁ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনারগাঁ হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ এহসানুল হক, এমডিভি কনসালটেন্ট ডাঃ সুদেব সরকার, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী ভূঁঞা, সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপন, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মধু, নাসিম পাশা, শাহ জালাল, পৌরসভার সচিব মোঃ সামসুল আলম, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ লিয়াকত আলী প্রমুখ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ইভ্যালুয়েটর ডাঃ উম্মে রুমান সিদ্দিকী বলেন, “কুকুরের কামড়ে জলাতঙ্করোগী হয়ে পৃথিবীতে প্রতি ১০ মিনিটে ১জনের মৃত্যু হয়ে থাকে। দক্ষিন এশিয়ার দেশ গুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় ভয়াবহ আক্রান্ত দেশ। তাই সরকার দেশ হতে এই রোগ নির্মূলে বেশ কয়েকটি কর্মসূর্চী গ্রহন করেছে। তার মধ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূর্চী অন্যতম।” স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধিনে সোনারগাঁও পৌরসভাকে জলাতঙ্ক রোগমুক্ত করার জন্য পৌর এলাকার সমস্ত কুকুরকে টিকার আওতায় আনার জন্য সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত এ পৌরসভার সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হবে।