ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রিয় সমন্বয় কমিটি ও দুবাই শাখা।শনিবার রাতে দুবাইস্থ কেজিএন রেস্টুরেন্টের হল রুমে আরিফুল ইসলামের কোরআন তেলওয়াত ও এসকান্দার আলমের নাতে রাসুল পাঠ করার মাধ্যমে সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে দুবাই শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফিজুল ইসলামের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম হানিফ। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও বক্তব্য প্রদান করেন আজমান শাখার উপদেষ্টা মুরশেদুল কাদের মুন্না, দুবাই শাখার সহ সভাপতি কুতুব উদ্দিন মানিক, দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম, কমিউনিটি নেতা শাকিব রাদিয়াতুল্লাহ।সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর উপর হামলাকারীদের বাংলার জমিনে নিষিদ্ধ করে বিতাড়িত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানান বক্তারা। বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে শক্তিশালী করার জন্য উনি যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তার এই চেষ্টাকে রুখে দেয়ার জন্যই হত্যার পরিকল্পনা করে তার উপর হামলা করেছে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। হামলাকারীরা উনাকে হত্যা করে সুন্নিয়াতকে ধবংস করার চেষ্টা করছে। এরা ঈমান, ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। ইউএসএ, কানাডা, সৌদি আরব, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশে আমাদের শাখা কমিটিগুলো এই হামলার প্রতিবাদ জানিয়েছে। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, নির্বাচনের আসার আগে সব সরকার সুন্নিয়াতের সাথে ঐক্যবদ্ধ হয়, আর ক্ষমতায় গেলে তারা সুন্নিয়াতকে এড়িয়ে চলে। ইসলামী নেতারা শাহাদত বরণ করলেও সরকার কেন নিশ্চুপ থাকে, ব্যাপারটা রহস্যজনক!এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহবায়ক জয়নাল আবেদীন, ফজিরা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন, শারজা শাখার সভাপতি আব্দুল হক, শারজা শাখার অর্থ সম্পাদক আরিফুল ইসলাম টিপু, দুবাই শাখার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেদ, কমিউনিটির নেতা মোহাম্মদ রাসেদ, ইয়াসিন আরাফাত রুবেল প্রমুখ।উল্লেখ্য, তরীকতের একটি প্রোগ্রাম শেষ করে শুক্রবার রাত ৮টায় কুমিল্লার লাকশাম থেকে ঢাকা ফেরার পথে সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর হামলার শিকার হন।