বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। আজ শুক্রবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনার দাম হবে ৪৪ হাজার ৫২১ টাকা। এর আগে একই মানের সোনার দাম ভরিপ্রতি ৪৫ হাজার ৭২৩ টাকা ছিল। ফলে এ মানের সোনার দাম ভরিতে এক হাজার ২০২ টাকা কমল। এছাড়া অন্যান্য মানের সোনা ও রূপার দামও কমানো হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর এক দফায় সোনার দাম কমেছিল। বিশ্ববাজারে পড়তি দরের কারণে গত কয়েকমাস ধরে সোনার কমাচ্ছে বাজুস। গতকাল বৃহস্পতিবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে সোনার দাম কমানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনা প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪২ হাজার ৪২২ টাকা দরে বিক্রি হবে। এ মানের সোনার দাম কমেছে ভরিতে এক হাজার ২০১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনা ভরিতে এক হাজার ২০২ টাকা কমিয়ে ৩৫ হাজার ৭৭৩ টাকা, সনাতন পরিমাপের সোনা সোনা ভরিতে ৯৯২ টাকা কমিয়ে ২৪ হাজার ৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রূপার দাম প্রতি ভরিতে ৫৮ টাকা কমে নতুন দাম হয়েছে এক হাজার ৫০ টাকা। বিশ্ববাজারের সঙ্গে দাম মিলিয়ে বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে বাজুস।