Sunday, February 16Welcome khabarica24 Online

সেরা চলচ্চিত্র বাহুবলী,অভিনেতা অমিতাভ

00

ঘোষণা করা হয়েছে ভারতের ৬৩ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার । সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অমিতাভ বচ্চন। ‘পিকু’ সিনেমাতে অভিনয় করে তিনি এই স্বীকৃতি পাচ্ছেন।অন্যদিকে আলোচনায় থাকা কঙ্গনা রণৌতের ঘরে যাচ্ছে সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমায় অভিনয় করে পাল্লা ভারি করেছেন তিনি।এসএস রাজামৌলির ‘বাহুবলী’ সেরা চলচ্চিত্রের তকমা লাগিয়ে অবাক করেছে। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি নির্বাচিত হয়েছেন বছরসেরা পরিচালক হিসেবে। বাজিরাও মাস্তানি সিনেমা পরিচালনা করে  বানসালি এই পুরস্কার পাচ্ছেন বলে জানা যায়।