Thursday, January 16Welcome khabarica24 Online

সেমিফাইনালে উঠে গেল ভারত

image_66661.india

বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতল ভারত। এ জয়ের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে গেল ধোনির দল। অপরদিকে গত ম্যাচের মতো এ ম্যাচেও স্বাগতিকদের ব্যাটসম্যানরা ক্লিক করতে না পারায় ৯ বল বাকি থাকতে স্বাগতিকদের দেওয়া ১৩৯ রানের টার্গেটে পৌঁছে যায় ভারত।বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে আসলে প্রথম দুই ওভারে  মাশরাফি বিন মুর্তজা ও সোহাগ গাজী ভারতের রানের গতি বেধে রেখেছিলেন। তৃতীয় ওভার করতে আসা আল-আমিন হোসেনের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। তবে নিশ্চুপ হওয়া গ্যালারিকে উচ্ছ্বাসে মাতাতে বেশি সময় নেননি আল-আমিন। পঞ্চম বলটি এগিয়ে মারতে গিয়ে বোল্ড আউট হয়ে যান শিখর ধাওয়ান। এরপরে ব্যক্তিগত ২৬ রানে জীবন পান রোহিত শর্মা। ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ক্যাচ ধরার জন্য ছুটে গিয়েছিলেন সোহাগ গাজী ও এনামুল হক। শেষ পর্যন্ত দুজনের ভুল বোঝাবুঝিতে সেই ক্যাচটিও হাতছাড়া হয়ে যায়। এরপরে নাসির ক্যাচ আউটের মধ্যে দিয়ে রোহিত শর্মাকে সাজঘরে ফেরান। কিন্তু ততক্ষণে রোহিত শর্মা ব্যক্তিগত ৫৬ রান করে ফেলেন এবং ভারতের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। পরবর্তীতে বিরাট খোলির অপরাজিত ৫৭ ও ধোনির অপরাজিত ২২ রানের বিনিময়ে ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। এ ম্যাচে আবারও ব্যাটসম্যানরা ক্লিক করতে না পারায় ৭ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ দাড়ায় ১৩৮ রান। এর মধ্যে সর্বোচ্চ এনামুল ৪৪ ও মাহমুদুল্লাহ ৩৩ রান করেন।