মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সেনা টহলের প্রয়োজন নেই: শাহ নেওয়াজ

shanewaz1_253339

 

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ র‌্যাব, বিজিবি, আনসার টহল ও অবস্থান নেবে। তাই সেনাবাহিনীর টহল প্রয়োজন নেই। তবে যে প্রয়োজনের মুহূর্তে তারা টহল দেবে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, তিন সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যার যেখানে অবস্থান থাকা উচিৎ, সেখানে রাখা হবে। যাতে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারেন। এ ছাড়া অতিরিক্ত হিসেবে সেনাবাহিনীকেও রেখেছি। যখনই প্রয়োজন হবে রিটার্নিং অফিসারা বলার সঙ্গে সঙ্গে তারা মুভ করবে।চিঠি পরিবর্তনের বিষয়ে শাহ নেওয়াজ বলেন, মঙ্গলবার পাঠানো চিঠিতে সেনাবাহিনী কোথায় থাকবে, তা উল্লেখ ছিল না। যেহেতু নির্বাচনী এলাকার সঙ্গে ক্যান্টনমেন্ট রয়েছে। যে জন্য সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে অবস্থান করার জন্য বলেছি। তারা সেখানেই প্রস্তত থাকবে। তাদের সঙ্গে ম্যাজিস্ট্রেটও থাকবে। রিটার্নিং অফিসারের দরকার হলে তাদের কাজে লাগাবে।মাঠে না রেখে ক্যান্টনমেন্টে রাখা বিষয়ে তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকা সিটি করপোরেশনের মধ্যে পড়ে না। তবে ক্যান্টনমেন্টের চারপাশেই সিটি করপোরেশন এলাকা। কাজেই ধরে নেয়া যায়, তারা সিটির মধ্যেই অবস্থান করবে।চট্টগ্রামের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রামের সিটি করপোরেশন এলাকার পাশেই তাদের ক্যান্টনমেন্ট রয়েছে। কাজেই সমস্যা হবে না। তারা ক্যান্টনমেন্টে থাকবেন।সরকারের নির্দেশে সেনা মোতায়ন থেকে ইসি পিছিয়ে আসছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমার বিন্দুমাত্র পিছিয়ে যায়নি। সেনাবাহিনীকে যে আদেশ দিয়েছি, তার কোনো পরিবর্তন হয়নি।গত ২১ এপ্রিল তিন সিটি করপোরেশন নির্বাচনে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়নের সিদ্ধান্ত নেয় ইসি। পরে ২২ এপ্রিল তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যেই ‘রিজার্ভ ফোর্স’ হিসেবে রাখতে পুনরায় সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দেয় ইসি।