Sunday, February 16Welcome khabarica24 Online

সেনা কর্মকর্তা হতে চায় মীরসরাইয়ের ইফাজ

mirsarai-ifaj-photo-01-01-2017নিজস্ব প্রতিনিধি :: সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এবং ব্যবসায়ী মিয়া মোঃ হুমায়ুন কবির এর সুযোগ্য বড় পুত্র ইয়ামিনুল বিন কবির ইফাজ মীরসরাই সরকারী মডেল পাইলট স্কুল থেকে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। ইফাজ এর মাতা মীরসরাই সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাফিয়া আক্তার (বি,এস সি) এর জানায় ইফাজ প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিএসসি) তেও গোল্ডেন প্লাস পেয়েছিলো। সে বড় হয়ে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হতে চায়। ইফাজ এর বাবা মা তার উজ্বল আগামীদিনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।