Saturday, February 8Welcome khabarica24 Online

সেনাবাহিনীর উচ্চ পদস্ত কর্মকর্তা হতে চায় মীরসরাইয়ের ইফাজ

mirsarai-ifaj-photo-01-01-2017
পথিক আনোয়ার:

ইয়ামিনুল বিন কবির ইফাজ মীরসরাই সরকারী মডেল পাইলট স্কুল থেকে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে। সে ব্যবসায়ী মিয়া মোঃ হুমায়ুন কবির ও মীরসরাই সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাফিয়া আক্তার (বি,এস সি) এর বড় সন্তান। ইফাজ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) তেও গোল্ডেন প্লাস পেয়েছিলো। সে বড় হয়ে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হতে চায়। ইফাজ সবার কাছে দোয়া প্রার্থী।