বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সৃজনশীল প্রশ্নপত্র মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে সৃজনশীল প্রশ্ন প্রনয়ন ও উত্তরপত্র মুল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী জোরারগঞ্জ মহিলা কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মীরসরাইয়ের ৬ টি সহ মোট ৭ টি কলেজের অধ্যক্ষ সহ ৬০ জন শিক্ষক শিক্ষিকাবৃন্দ অংশ নেয়।
বুধবার সকালে কর্মশালার উদ্বোধন করেন জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাশেদা আক্তার মুন্নি। সভায় সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।