মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সূচয়ণের অপারেশান তহবিল আপডেট- ৪ : এগিয়ে এলো বাজার কমিটি, লায়ন্স ও ৯৬ ব্যাচ


নিজস্ব প্রতিনিধি :: মানুষ মানুষের জন্যই, স্বজন- বন্ধু, আপন পর যেই হোক একটি মানবিক প্রাণ বাঁচাতে সকলের সাহায্য প্রয়োজন।
মীরসরাই বাজারের পাইলট স্কুল মার্কেটের কম্পিউটার দোকানী ১২ নং খৈয়াছরা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের নাজীব উদ্দিন সূচয়ণ ( মীরসরাই পাইলট ও খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ) এর ওপেন হার্ট অপারেশান এর ঘোষনার পর অনেকেই এগিয়ে এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে। লায়ন্স ক্লাব অব মীরসরাই, নুরুল আরিফ সিদ্দিকী ৯৬ ব্যাচ তার জন্য উদ্যোগ নিয়ে অর্থ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে এগিয়ে এসেছেন প্রবাসী বন্ধুরা এবং মীরসরাই পৌরবাজার কমিটির প্রচার সম্পাদক নুর উদ্দিন। মীরসরাই পাইলট এর শিক্ষক মাষ্টার হোসাইন সবুজ ও অনেককে অনুপ্রাণিত করছেন।

লায়ন কামরুল আলম ও লায়ন ফেরদৌস কবির মিশু ও ব্যাপক উদ্যোগ নিয়েছেন। সকলের সমন্বয়কারী বন্ধু মো: নুর নবী ( ৯২)। আগামী ২০ জুলাই এর মধ্যে সূচয়ন এর অপারেশান প্রস্তুতি চলছে । বৃদ্ধ মা ছাড়া তার পরিবারে নেই আর কেউ । বন্ধুরাই সকলের সহযোগিতায় তার অপারেশান এর উদ্যোগ নিয়েছে। কিন্তু এখনো জোগাড় হয়নি ৫ লক্ষ টাকা। তাই বন্ধুরা সূচয়ন এর সকল স্বজন বা আপন- পর সকলের কাছেই মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছে। সূচয়ন এর জন্য মানবিক সহযোগিতা পাঠানোর বিকাশ নং ০১৭১২৭৪৫৫৪৪ ( পার্সেনাল)
Acc name: Md. Nur Nabi, Acc no.: 00 121 000 26155, South East Bank ltd,
Agrabad Branch. Routing no.: 205150139
ইতিমধ্যে সূচয়ন এর চিকিৎসার জন্য বন্ধুদের মধ্যে পাঠানো টাকা :
০১) শামসুদ্দোজা নয়ন ৫,১০০/-
০২) আব্দুর রহিম ১০,০০০/-
০৩) আতিক উল্লাহ ১০,০০০/-
০৪) নূরনবী ৫,০০০/-
০৫) মহসিন ৫,০০০/-
০৬) আবুল হাসেম লিটন ২০,০০০/-
০৭) হাসান উল্লাহ ৩,০০০/-
০৮) সুদর্শন রয় ১,০০০/-
০৯) ইকবাল বিদেশি বন্ধু ৫,০০০/- (টাকা পেয়েছি নুর ইসলাম ইরান এর কাছ থেকে)
১০) জাভেদ ৩,০০০/- (এই টাকাটা আমি পাই নাই সম্ভবত এই টাকাটা সাইফুদ্দিন মীর শাহিনের কাছে আছে)
১১) দিদারুল কবির শহীদ ৭৫,৩০০ (কানাডা প্রবাসী)
১২) মাহবুব পলাশ ৫,০০০/-
১৩) )জিয়া উদ্দিন ২,০০০/-
১৪) আনোয়ারুল করিম সেন্টু ১০,২০০/-
১৫) নাম না জানা ১,০০০/-
১৬) নুরুদ্দিন ২৭,৫০০/-( মীরসরাই পৌর বাজার থেকে সংগ্রহ করা)

——————————————————-
সর্বমোট ১,৮৮,০০০/

আরো অনেকেই প্রতিশ্রুতির তালিকায় রয়েছে। রয়েছে লায়ন কামরুল আলম এর কাছে ২০ হাজার টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন, নুরুল আরিফ সিদ্দিকী ( ৯৬) ব্যাচ সংগ্রহ করছেন বলে জানিয়েছেন। সকলকেই ১৮ জুলাই এর মধ্যে নিজ নিজ সংগ্রহ বা আর্থিক সহযোগিতা উল্লেখিত বিকাশ নং / একাউন্ট নাম্বারে প্রেরণ করার অনুরোধ করছি।
ধন্যবাদ জ্ঞাপন করছি, নুর মাইক এর মীরসরাই পৌরবাজার কমিটির প্রচার সম্পাদক নুর উদ্দিনকে সমন্বয় ও সংগ্রহে ভূমিকা রাখার জন্য।
দ্র: খবরিকা অনলাইন ও পেজে এর আপডেট ফলোআপ করা হবে।