Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

সু-দিন-কাল এর উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ।

বিশেষ প্রতিনিধি : মীরসরাই উপজেলার সমাজসেবামূলক সংগঠন ‘সু-দিন-কাল’ এর উদ্যোগে গত বৃহস্প্রতিবার ( ৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মীরসরাই পৌরসদরস্থ খবরিকা মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সংগঠনের প্রধান উপদেষ্ঠা মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। তাছলিমা চৌধুরী সুরভীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলার সহকারি সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা গিয়াস উদ্দিন জাহেদ, সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী নাছির উদ্দিন ভূঞা, তরুণ রাজনীতিক ও সমাজকর্মী মীর হোসেন, তরুণ সাংবাদিক ও ব্যবসায়ী সানোয়ার ইসলাম রনি, নাজমুন নাহার জলি, রওশন আরা শিরিন ও রশিদুল হাসান ।

আরো উপস্থিত ছিলেন খবরিকার বিশেষ প্রতিনিধি তাকিবুর রহমান ও নিজস্ব প্রতিনিধি ইউসরা। আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তাগন দীর্ঘদিন নিস্ক্রিয় থাকা উক্ত সেবামূলক সংগঠন ‘সু-দিন-কাল’ এর উদ্যোগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০২৪- ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়। উক্ত নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তগন যথাক্রমে সভাপতি তাছলিমা চৌধুরী সুরভী, সহ সভাপতি রনজিত ধর, সাধারন সম্পাদক নাজমুন নাহার জলি, অর্থ সম্পাদক রওশন আরা শিরিন, কার্যনির্বাহী সদস্য নাছির উদ্দিন ভূঞা, সানোয়ার ইসলাম রনি ও রশিদুল হাসান। এছাড়া নব গঠিত উপদেষ্ঠা পরিষদ যথাক্রমে প্রধান উপদেষ্ঠা পাক্ষিক খবরিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, উপদেষ্টা সদস্যগন যথাক্রমে বোরহান উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন জাহেদ, সুবর্ণা জেসমিন চৌধুরী ও মীর হোসেন।