শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সুন্দরবনে নিমজ্জিত জাহাজ উদ্ধারে কাজ শুরু, মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা

pat_259903

 

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর বিমলের চর এলাকায় ডুবে যাওয়া সারবোঝাই এম ভি জাবালে নূর  লাইটারেজ জাহাজটি উদ্ধারের কাজ শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে অর্ধ নিমজ্জিত জাহাগের অভ্যন্তরে থাকা গতিল পটাশ সার বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন লাগিয়ে অন্য কার্গোতে স্থান্তরিত করার কাজ শুরু হয়েছে। বর্তমানে একটি মেশিন দিয়েই এ কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।সুন্দরবন শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তা এসিএফ কামাল উদ্দিন আহমেদ  মোবাইল ফোনে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরও একটি বালু উত্তোলনকারী মেশিন আনা হচ্ছে সেটি ঘটনাস্থলে পৌঁছালে দুটি মেশিনের মাধ্যমে কার্গোর মধ্যে থাকা গলিত পটাশ সার  দ্রুত অপসারণ করা সম্ভব হবে।এদিকে বুধবার রাতে শরনখোলা থানায় এক কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করে সারবাহী লাইটারেজ জাহাজ এম ভি জাবালে নূর- এর মালিক আমিনুল ইসলাম, চালক মো: হাফিজুর রহমানসহ ওই কার্গোর চারজনকে আসামিকে মামলা দায়ের হয়েছে। শরণখোলা রেঞ্জের বনকর্মকর্তা বনসংরক্ষ (ফরেস্ট রেঞ্জার) এসিএফ কামাল উদ্দিন আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।অপরদিকে সুন্দরবনের অভ্যন্তরে সারবোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনা তদন্তে গঠিত  দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বাগেরহাট জেলা প্রশাসক মো: জাহাংঙ্গীর আলম প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে  বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শফিকুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের  একটি কমিটি গঠন করে এ কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। একই সময়ে খুলনা বিভাগের প্রধান বন সংরক্ষক  সুনিল কুমার কুন্ডু  বন বিভাগের পক্ষ থেকে পূর্র্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আমির হোসাইন চৌধূরীকে প্রধান করে ঘটনা তদন্তে চার সদস্যের অপর একটি কমিটি গঠন করেন। এ কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত করে তার রির্পোট খুলনা বিভাগীয় বনকর্মকর্তা (সিএফ) এর কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেয়া হয়।দুর্ঘটনা কবলিত লাইটারেজ জাহাজটি মংলা বন্দরের অদুরে পশুর নদীর হারবারিয়া এলাকা থেকে ৬৭০ মেট্রিকটন পটাশ সার বোঝাই করে গত ১ মে আশুগঞ্জের উদ্যেশ্যে রওনা দেয়। পতিমধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর বিমলের চরে ৪ মে আটকা পড়ে। মঙ্গলবার বিকেলে জাহাজটির তলা ফেটে পটাশ সার সুন্দরবনের ভোলা নদীতে ছড়িয়ে পড়তে শুরু করে। একপর্যায়ে কর্গোটি কাত হয়ে একটি অংশ ডুবে যায়।এর আগে গত ৯ ডিসেম্বর সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলাধীন চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগমারী এলাকায় এমবি টোটাল নামে একটি জাহাজের ধাক্কায় সাউদার্ন স্টার-৭ নামে তেলবাহী জাহাজ ডুবে যায়।এরপর ২৮ দিন বন্ধ থাকার পর ৭ জানুয়ারি থেকে সরকার নিয়ন্ত্রিত উপায়ে শুধুমাত্র দিনের আলোয় শ্যালা নদী পথে আবারও নৌযান চলাচলের অনুমতি দেয়। তেলবাহী জাহাজ ডুবির ৫ মাস যেতে না যেতেই গত  ৫ মে মঙ্গলবার   পটাশ সার বোঝাই কার্গো এমভি জাবালে নূরের তলা ফেটে সুন্দরবনের ভোলা নদীতে ডুবে যায়।

 

উৎস- যুগান্তর