সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবিতে নদী-খালে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণের করে বন ও জীব-বৈচিত্রকে রক্ষাসহ সকল প্রকার নৌযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাট শহরবাসী। আজ সোমবার সকালে বাগেরহাট ট্যুরিস্ট ক্লাব ও সুন্দরবন রিসোর্টের যৌথ উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ওই মানববন্ধন কর্মসূচি চলে। মানববন্ধনে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি জোট সংহতি প্রকাশ করে।মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, সুন্দরবনের নদীখালে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। বন ও জীব-বৈচিত্র আজ হুমকির মুখে পড়েছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবনকে রক্ষা করতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ করাসহ বনের ভেতর দিয়ে সকল প্রকার নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।মানববন্ধনে বক্তব্য দেন সুন্দরবন রিসোর্টের স্বত্বাধিকারী ডা. মোশারেফ হোসেন, বাগেরহাট ট্যুরিস্ট ক্লাবের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ বনী, আমরাই পারি জোটের সভাপতি সেলিমা বেগম, ট্যুরিস্ট ক্লাবের মাহমুদ হাসান, সেখ আসাদ, আলামিন সরদার প্রমুখ।