বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম পিএসসি বলেছেন, দেশের সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রাখার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে এবং বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত হত্যা শুন্যের কোঠায় নিয়ে আসতে সকল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রতি বছর যে হারে সীমান্তে হত্যার ঘটনা ঘটতো তা কিন্তু, অনেক কমেছে। সীমান্তে কোনো হত্যার ঘটনা ঘটা উচিত না। এ হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের জোরালো প্রতিবাদ সবসময় জানিয়ে দেব। সীমান্তে যেন হত্যার ঘটনা না ঘটে সে জন্য সীমান্তে সকল হত্যার ঘটনায় শক্ত প্রতিবাদ করা হয়েছে। শুধু প্রতিবাদ জানানো হয়েছে তা নয়, পরের প্রক্রিয়াগুলোও নিয়মমাফিক কাজ করা হয়েছে। আমাদের সৈনিকরা কর্মকর্তারা প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান রোধে কার্যকরি পদড়্গেপ নেয়া হয়েছে। আরো যুগোপযুগী শৃঙ্খল বজায় রাখতে সীমান্তে টহল বেড়েছে। আনছার, পুলিশ, র্যাবসহ সকল আইনশৃঙ্খলার সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে বিজিবি। সম্প্রতিককালে দেশে একটি অস্থিরতা বিরাজ করে। এসময় একটি সন্ত্রাসী দল পেট্রোল বোমা হামলা, ককটেল, আগুন দিয়ে নারী-শিশু পুড়িয়ে মারছে। এই সন্ত্রাসী দল কারা তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের আইনের আওতায় তুলে দেয়া হবে। এজন্য জেলা প্রশাসন যদি মনে করেন আরো কিছুদিন মাঠে থাকতে হবে, আমরা শান্তির জন্য সে কাজ করে যাব।’তিনি আরো বরেন, বাংলাদেশি গরু ব্যবসায়ীরা রাতের আঁঁধারে সীমান্ত পার হওয়ার কারণেই বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটে। অন্যায়ভাবে রাতের বেলা সীমান্ত পার না হলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। এ কাজে তাদের নিরুত্সাহিত করলে এ ঘটনা কমতে পারে। সীমান্তের ওপার থেকে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বিজিবি। দেশ ও দেশের মানুষের জন্য নিরাপত্তার কাজ করে যাবে বিজিবি সদস্যরা।আজ শনিবার দুপুরে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে বগুড়ায় স্থাপিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অস্থায়ী ক্যাম্প পরিদর্শ শেষে বগুড়া সার্কিট হাউসে বিজিবি মাহপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম পিএসসি প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর রিজিওন কমান্ডার অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার উপ মহাপরিচালক কর্নেল কেএম ফেরদাউসুল শাহাব, ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান পিবিজিএম, বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।