সীতাকুন্ড প্রতিনিধিঃ সীতকুণ্ড প্রেস ক্লাবের ইফতার মাহফিল ১৮ জুন রোববার উপজেলা সুপার মার্কেটস্থ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।
উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আলহাজ্ব দিদরুল কবির, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ ম ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিন, সীতাককুণ্ড পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড মূক্তিযোদ্ধা কমান্ডার আলীম উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম নুরুল করিম রাশেদ, সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোজাম্মেল হক, নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ নাছির উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এ এইচ এম তাজুর ইসলাম নিজামী ও বারৈয়ারঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, বারৈয়ারঢালা আওয়ামীলগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজী, সীতাকুণ্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার শাহা আলম, শীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব রহমান পলাশ, পৌর কাউন্সিল দিদারুল আলম এ্যপোলো, জুলফিকার আলী শামীম। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, বারৈয়ারঢালা যুবলীগের সভাপতি সমাজ সেবক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ হোসেন চৌধুরী ফারুক, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু ও আলহাজ্ব এম হেদায়েত। ইফতার মাহফিলে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ডস্থ জামালিয়া দরবার শরীফের পীর সাহেব।