বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৮১

ovijan_65527
সিলেট ব্যুরো, ৫ ফেব্রুয়ারি: সিলেট জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮১ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে বিভিন্ন মামলার আসামিও রয়েছেন। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, মৌলভীবাজারে ১৩ জন, হবিগঞ্জে ১৭ জন ও সুনামগঞ্জে ১৯ জন রয়েছে। সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. সাখাওয়াত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।