রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিলেটে অপহরণ ঠেকাতে পুলিশের বিশেষ সতর্কতা

three men were arrested after a raid at a madrassa in chittagong, police said_4832

নারায়ণগঞ্জে একসঙ্গে সাতজন অপহরণ ও খুনের ঘটনার পর সিলেট বিভাগেও একের পর এক অপহরণের ঘটনা ঘটছে। এক সপ্তাহে সিলেট বিভাগে পাঁচ ব্যক্তি অপহৃত হয়েছেন। এর মধ্যে তিনজনকে উদ্ধার করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে অপহরণ ঠেকাতে সিলেট বিভাগজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ টহল ও তল্লাশি। সিলেটে সর্বশেষ অপহরণের ঘটনা ঘটে ৬ মে। ওইদিন বিকালে বিশ্বনাথ থানা সদরের ‘ফয়জুল ফার্নিচার মার্ট’র স্বত্বাধিকারী ফয়জুল খান ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে ‘নিখোঁজ’ হন। এর পর মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের কাছে ‘অপহরণকারীরা’ তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন রাতে সিলেট নগরীর একটি ক্লিনিক থেকে তাকে উদ্ধার করা হয়। ৬ মে সিলেট নগরীর চৌহাট্টা থেকে অপহৃত হন আল-আরাফা ইসলামী ব্যাংকের প্রহরী (গার্ড) ইব্রাহিম খলিলুল্লাহ। এদিকে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় সিলেট বিভাগজুড়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিভাগের বিভিন্ন ব্যস্ততম সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।