মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিরিয়ায় ৫ পরমাণু প্রকৌশলীকে হত্যা

49606_bus

 

সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরাঞ্চলে অবস্থিত গবেষণা কেন্দ্রের কাছে একটি বাসে হামলা চালিয়ে ৫ পরমাণু প্রকৌশলীকে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। গুলি করে তাদের হত্যা করা হয়। এ সময় গবেষণা কেন্দ্রের উদ্দেশে যাচ্ছিলেন তারা। নিহত প্রকৌশলীদের মধ্যে ৪ জনই সিরীয় এবং একজন ইরানের নাগরিক। সিরিয়ায় অবস্থিত বৃটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মানবাধিকার সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান এক বিবৃতিতে বলেছেন, অজ্ঞাত হামলাকারীরা  পরমাণু শক্তি বিষয়ক ৫ প্রকৌশলীকে হত্যা করেছে। তারা দামেস্কের উত্তরাঞ্চলীয় বারজেহ এলাকার কাছে একটি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন। গত বছরের জুলাইয়ে ওই গবেষণা কেন্দ্রে কর্মরত ৬ জনকে মর্টার হামলা চালিয়ে হত্যা করা হয়। ২০১৩ সালের মে মাসে দামেস্কের কাছে একটি সামরিক গবেষণা কেন্দ্রে চালানো ইসরাইলি এক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছিলেন।