শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিরিয়ায় ১ কোটি ৮০ লাখ মানুষের জরুরি ত্রাণ প্রয়োজন

28914_syrian

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং ১ কোটি ৮০ লাখ মানুষের জরুরি ত্রাণ সহযোগিতা প্রয়োজন। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যা ২ কোটি ২০ লাখের অর্ধেক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গত শুক্রবার বান কি মুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার মানবাধিকার ইস্যুতে মাসিক প্রতিবেদন পেশ করেন। এর আগের পরিসংখ্যান অনুযায়ী, সরকারি দলের সেনা ও বিদ্রোহী নিয়ন্ত্রিত বহু অঞ্চলে বসবাসকারী ৩৫ লাখ সিরীয় নাগরিকের কাছে ত্রাণ পৌঁছে দেয়া কঠিন বা অসম্ভব ছিল। এখন সে সংখ্যা ঠেকেছে ৪৭ লাখে। অব্যাহত বিলম্ব ও বাধার কারণে মানবিক ত্রাণ পৌঁছে দেয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে বান কি মুন বলেছেন, সিরিয়ায় সহিংসতার মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সরকারি বাহিনী বিমান ও হেলিকপ্টার থেকে আরও বেশি ব্যারেল বোমা, আত্মঘাতী হামলা হামলা চালাচ্ছে বেসামরিক ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে। একই সঙ্গে সিরিয়াজুড়ে হত্যাকাণ্ডসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।