সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৫ শতাধিক নিহত হয়েছে। ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে নির্মূল করতে গত কয়েক সপ্তাহ ধরে ওই হামলা চালিয়ে যাচ্ছে জোটের বিমানবাহিনী। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়া্ন অবজারভেটরি ফর হিউমেন রাইটস বৃহস্পতিবার এক বিবৃতিতে চানিয়েছে, সিরিয়ায় গত এক মাসের বিমান হামলায় ৫৫৩ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই জঙ্গি।বিমান হামলায় সব মিলিয়ে ৪৬৪ জন আইএস যোদ্ধা মারা গেছে। এ ছাড়া ওই হামলায় ছয় শিশু ও পাঁচ নারীসহ ৩২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এ ছাড়া ওই বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট নুসরাত ফ্রন্টের ৫৭ জনও নিহত হয়েছে। মার্কিন বিমানগুলো আলেপ্পো, দেইর আল-জোর, ইদলিব, রাক্কা ও আল-হাসাকাহ এলাকাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।