শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলা

29220_israil

সিরিয়ায় বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সিরীয় সেনাবাহিনীর অবস্থান, সেনা সদরদপ্তর লক্ষ্য করে এ বিমান হামলাগুলো পরিচালিত হয়। সিরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গতকাল দেশ দুটির সীমান্তবর্তী ইসরাইল অধ্যুষিত গোলান হাইটস অঞ্চলে সিরিয়ার হামলায় মোহাম্মদ ক্বারাক্বারা নামে ১৫ বছরের এক ইসরাইলি কিশোর নিহত হয়েছে। হামলায় ওই কিশোরের পিতাসহ ২ জন আহত হন। এতে তাদের গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। তবে ওই হামলার জন্য সিরিয়ার সরকারি বাহিনী নাকি বিদ্রোহীরা দায়ী, তা সুস্পষ্ট নয়। একই সঙ্গে মর্টারের গুলি, রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ নাকি শেলের আঘাতে গাড়িটি বিধ্বস্ত হয়েছে, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। নিহত কিশোরের পিতা পেশায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এর প্রেক্ষিতে সিরিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরুর পর থেকে গোলান হাইটস অঞ্চলে এ ধরনের গুরুতর ঘটনা ঘটেনি। ইসরাইলের এক সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলছিলেন, সিরিয়ার এ হামলাটি সুস্পষ্টভাবেই ইচ্ছাকৃত ছিল।