মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিপিএর প্রেসিডেন্ট পদে লড়ছেন শিরীন শারমিন চৌধুরী

shirin_35273

কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের আইনসভার সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় ক্যামেরুনের রাজধানী ইয়াওউন্ডেতে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, নির্বাচনে ভোটার সংখ্যা ৩ শতাধিক। এর মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ও রাজ্য মিলিয়ে মোট ১৭৫টি আইনসভার প্রতিনিধিত্ব রয়েছে। প্রেসিডেন্টসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৩৫ সদস্য সরাসরি ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হবেন। ইতিমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন জানিয়েছে।

এদিকে, সিপিএর ৬০তম সম্মেলন ৩ অক্টোবর থেকে ক্যামেরুনের রাজধানীতে শুরু হয়েছে। এ উপলক্ষে শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ক্যামেরুনে অবস্থান করছেন।