Thursday, December 12Welcome khabarica24 Online

সাহেরখালীতে শহীদ আদিলের ১০ম শাহাদাত বার্ষিকীতে বক্তাগন : ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে খুনের জবাব দিন


নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরীর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার ( ৯ নভেম্বর) বিকাল ৪টায় সাহেরখালী ভোরের বাজারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। শহিদ আদিল স্মৃতি সংসদের সভাপতি সালাউদ্দিন আরিফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাহান খোকন ভূঞা এর সঞ্চালনায় উক্ত উক্ত স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।

আরো বক্তব্য রাখেন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আলাউদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম ভূঞা, মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহেদুল ইসলাম, বিএনপি নেতৃবৃন্দ যথাক্রমে ইমাম উদ্দিন, শাহ আলম ফোরকান, হেলাল উদ্দিন, জসিম উদ্দিন, করিম, কামাল পাশা, মাহফুজ উদ্দিন চৌধুরী, কামাল হোসেন, সরোয়ার হোসেন, যুবদল নেতা মুন্না, নাছির উদ্দিন, ছাত্রদল নেতা নাজিম উদ্দি, হাসান, প্রয়াত আদিল মাহমুদ এর ছোট ভাই আদনান মাহমুদে চৌধুরী প্রমুখ। আলোচনাসভায় প্রধান বক্তা সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন বলেন প্রয়াত এই ছাত্রদল নেতা সাহেরখালী এলাকার জনপদে সকল শ্রেণীর মানুষের প্রিয়মুখ ছিল। বিএনপি আর তার অংগ সংগঠনের নেতা কর্মীরা কোন প্রকার সন্ত্রাস ও নৈরাজ্য পছন্দ করে না বলেই আদিলকে ওরা নৃশংসভাবে খুন করে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে। আবার গত ১০ বছর তার স্মৃতিতে একটি স্মরণসভা করার পরিবেশ ও ছিল না। পক্ষান্তরে আমরা এখন এখন সেই প্রতিশোধ ভিন্নভাবে নিতে চাই। সেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওই আওয়ামী সন্ত্রাসীদের জনগন প্রত্যাখ্যান করেছে সেটাই হবে তাদের জন্য সমুচিত শিক্ষা। তিনি সাহেরখালী এলাকায় কোন প্রকার চাঁদাবাজি বা সন্ত্রাস হলে তাঁকে ফোন করে জানাতে সবাইকে অনুরোধ করেন। উল্লেখ্য যে, ১০ বছর পূর্বে এই দিনে তৎকালীন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরীকে নৃশংশভাবে খুন করে দুস্কৃতিকারীরা। বিএনপি উক্ত ঘটনার জন্য স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কে দায়ী করেছিল।