মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সালাহউদ্দিনের সন্ধান পাওয়া যায়নি

e390a592a8_69694

 

৯ দিন ধরে ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে গাইবান্ধার দুর্গম চরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়ে তার সন্ধান পায়নি পুলিশ।ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রাত ১২টার দিকে তল্লাশি শেষ করা হয়। প্রয়োজনে আজ আবার তল্লাশি চালানো হবে।পুলিশ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও ফুলছড়ি থানার ওসি যৌথভাবে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার ফজলপুর ও ফুলছড়ি ইউনিয়নের খাটিয়াবাড়ী, বেলুয়াবাড়ী, খঞ্চপাড়া, বাগবাড়ী, তালতলার চরসহ বিভিন্ন দুর্গম চরে অভিযান শুরু করেন।রাত ১২টার দিকে ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, সালাহউদ্দিন আহমেদের কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান ও ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ চরাঞ্চলে আত্মগোপন করে আছেন- এমন খবর পেয়ে পুলিশের অভিযান শুরু করে। ৪০-৫০ জন পোশাকধারী পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ওই অভিযানে অংশ নেয়।রাত ১১টা ৫০ মিনিটে ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, রাত ৮টার দিকে ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমানসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা তাকে ফোন করে জানান, খাটিয়ামারির চরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের লাশ পড়ে আছে- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ খবর পেয়ে তার পরিষদের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়ে তার ইউনিয়নের সীমানায় ব্রহ্মপুত্র নদের সাড়ে সাত কিলোমিটার চরাঞ্চল ও নদের কিনারায় তল্লাশি করে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি।