মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সালাহউদ্দিনকে অক্ষত ফেরত দেওয়ার আহ্বান

11_68638

 

মঙ্গলবার থেকে নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।শনিবার দুপুরে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।খন্দকার মাহবুব বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমেদ একজন আইনজীবী। তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেওয়া হলে আইনজীবীদের আন্দোলনের মুখে সরকার টিকে থাকতে পারবে না।উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরার বাসা থেকে আটক করা হয় বলে অভিযোগ করেন বিএনপি ও তার স্ত্রী। তবে তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।