০০২ সালে গাড়িচাপা দিয়ে পালানোর ঘটনায় দায়ের করা মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করলেন আদালত। বেলা ১১টা ৭ মিনিটে সালমানকে দোষী সাব্যস্ত করে রায় দেন মুম্বাইয়ের দায়েরা আদালত।তবে এখনো সাজা ঘোষণা করা হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা করবেন আদালত।বিচারক সালমান খানকে বলেন, ‘সেদিন মদ্যপ অবস্থায় আপনিই গাড়ি চালাচ্ছিলেন তা প্রমাণিত। লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন আপনি (২০০২ সালে দুর্ঘটনার সময় সালমান খানের ড্রাইভিং লাইসেন্স ছিল না)। আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত।’এ বিষয়ে সালমানের কিছু বলার আছে কি না জানতে চান বিচারক। বিচারকের প্রশ্নে কোনো উত্তর দেননি সালমান। শুধুমাত্র তার আইনজীবীর দিকে তাকান তিনি।এদিকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে সালমানের। আর ৩ বছরের বেশি সময়ের জন্য তার জেল হলে জামিন পাওয়ার কোনো অবকাশ নেই। আদালত থেকেই তাকে গ্রেপ্তার করা হবে।