শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে : তোফায়েল আহমেদ

image_67708.tofayel

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিগত ২০১২-১৩ অর্থবছরে সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং সার্কভুক্ত দুটি দেশের সাথে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের মো. শওকত হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।তোফায়েল আহমেদ আরো বলেন, সার্কভুক্ত দেশসহ যে ১৪টি দেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে তার মধ্যে চীনের সাথে ৫৮৪৯ দশমিক ০৯ ইউএস ডলার, ভারতের সাথে ৪২৩৮ দশমিক ২৪ ডলার, মালয়েশিয়ার সাথে ১৩৯৬ দশমিক ৫৮ ডলার, দক্ষিণ কোরিয়ার সাথে ১০৪৬ ডলার, ইন্দোনেশিয়ার সাথে ১০০২ দশমিক ৮৩ ডলার, সিঙ্গাপুরের সাথে ৯১৯ দশমিক ৮৯ ডলার, জাপানের সাথে ৪৩০ দশমিক ৬৩ ডলার, পাকিস্তানের সাথে ৪২০ দশমিক ০৯ ডলার, অস্ট্রেলিয়ার সাথে ৮ দশমিক ২৬ ডলার, ফিলিপাইনের সাথে শূন্য দশমিক ২২ ডলার, ভুটানের সাথে ২২ দশমিক ৮৮ ডলার, নেপালের সাথে ৪ দশমিক ২৯ ডলার, নিউজিল্যান্ডের সাথে ৫৩ দশমিক ৯১ ডলার ও শ্রীলঙ্কার সাথে ১৬ দশমিক ১১ ইউএস ডলার।মন্ত্রী জানান সার্কভুক্ত আফগানিস্তানের সাথে ১ দশমিক ১৭ ইউএস ডলার ও মালদ্বীপের সাথে শূন্য দশমিক ৮৩ ইউএস ডলার বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এশিয়ার বাইরের বিভিন্ন দেশ নাইজেরিয়া ও মালির সাথে ‘পিটিএ/এফটিএ’ সম্পাদনের লক্ষ্যে ‘ফেসিবিলিটি স্টাডি’ সম্পন্ন করে ‘স্টেকহোল্ডারস’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়েছে। খুব শিগগিরই এই সকল দেশের সাথে ‘পিটিএ/এফটিএ’ গঠনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।তিনি বলেন, মেসিডোনিয়ার সাথে ‘পিটিএ/এফটিএ’ গঠনের লক্ষ্যে খুব শিগগিরই আন্তঃ মন্ত্রণালয় সভা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডি-৮ (ডেভেলপিং-৮) ভুক্ত এশিয়ার বাইরের দেশ তুরস্ক, মিসর ও নাইজেরিয়ার সমন্বয়ে ২০০৬ সালে গঠিত ডি-৮ গ্রুপের আওতায় প্রেফারেন্সিয়াল ট্রেড চালুর লক্ষ্যে ১৯৯৭ সালে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় এবং ২০১১সালের ২৫ আগস্ট থেকে তা কার্যকর হয়। বাংলাদেশ বিশ্ব বানিজ্য সংস্থা (ডাব্লিউটিও)-এর প্রতিষ্ঠাকালীন সদস্য।

 

উৎস- কালেরকন্ঠ