রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোন নাশকতা রোধে ৩১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।শনিবার রাতে বিজিবি সদরদফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত ৫ প্লাটুন সদস্য ঢাকা শহরে মোতায়েন থাকবে। এছাড়া ঢাকার বাইরে রোববার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৭২ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।সূত্র আরো জানায়, ৬০ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে জরুরি মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।এদিকে এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।