বিশ্বকাপে টাইগারদের বিজয়ে সারা দেশে ক্রিকেটপ্রেমীদের মাঝে এখন বইছে আনন্দের বন্যা। প্রথমবারের মত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ বিজয় উৎসবের খবর পাওয়া গেছে।বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আনন্দ মিছিল করে ক্রিকেটপ্রেমীরা। সব মিলিয়ে রাজধানী ঢাকা শহর উৎসবের নগরীতে পরিণত হয়। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশালের যুগান্তর প্রতিনিধিরা জানান, রুবেলের বলে এন্ডারসন বোল্ড হওয়ার পর ক্রিকেটপ্রেমীরা রাস্তায় নেমে আসেন। নেচে গেয়ে উল্লাসে বিজয় উদযাপন করেন ক্রীড়ামোদীরা।