রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ২০ দলীয় জোট। বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এ কর্মসূচি ঘোষণা করেন। তবে প্রথম পাঠানো বিবৃতিতে হরতাল-অবরোধের কোনো ঘোষণা না থাকলেও পরের বিবৃতিতে অবরোধের কথা উল্লেখ করা হয়।শনিবার বেলা ৩টা ৫৮ মিনিটে আসা প্রথম বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেপ্তারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধীদলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ, রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।এরপর বিকাল ৫টা ২৪ মিনিটে আসা সংশোধিত বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেফতারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধীদলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ, রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।খালেদা জিয়ার ৮১ দিনের আন্দোলন ব্যর্থ হয়েছে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলা হয়, বিগত ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীদের সবকটিতে বিপুল বিজয় নিশ্চিত করে আপনার সরকারের অপশাসনের সমুচিত জবাব দিতে জনগণ যেমন ভুল করেনি, ঠিক একইভাবে আগামীতেও জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে বিএনপি তথা ২০ দলীয় জোটের বিজয় নিশ্চিত করবে।বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই-আপনার দলীয় লোকদের দিয়ে সাজানো আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরতা ছেড়ে জনগণের কাতারে দাঁড়ান, দেখতে পাবেন ৮১ দিনের আন্দোলন সফল, না বিফল। জনগণের দাবি অনুযায়ী নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিলেই জনগণ আন্দোলনে সফল না বিফল হয়েছে তা পরিষ্কার করে দেবে।বিবৃতিতে জেলা, উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি নেতাদের জয়ের আশাবাদ প্রকাশ করা হয় বিবৃতিতে।