নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পূর্ব পোলমোগরা গ্রামে সামাজিক,সেচ্ছাসেবী,রক্তদান ও সেবামূলক সংগঠন প্রজন্মের আলো”র ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মোহাম্মদ ইরান বাদশা কে সভাপতি, মোহাম্মদ রাকিব হোসেন কে সাধারন সম্পাদক এবং মেহেদী হাসান কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য কমিটি ঘোষণা করা হয়। ১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পূর্ব পোলমোগরা বেগম নুর নাহার প্রাথমিক বিদ্যালয়ে আলোচনার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়।
এদিকে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ’প্রজম্মের আলো”র অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা।
সংগঠনের কমিটি গঠনকালে নব-গঠিত কমিটির সভাপতি ইরান বলেন, আমরা চাই পূর্ব পোলমোগরা যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সামাজিক সংগঠন প্রজম্মের আলো”র অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্থার দুর করা। বিশেষ করে ’প্রজম্মের আলো’ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়তাকিয়া বাজারে ব্যবয়াসী করিম ও লক্ষন।
প্রজন্মের আলো”র ২০১৯/২০ সালের ৩৩ বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির তালিকা।
১. সভাপতি মোহাম্মদ ইরান বাদশা
২.সিনিয়ার সহ-সভাপতি _ মো: করিম হোসেন
৩.সহ-সভাপতি _ মো:ইব্রাহীম হোসেন (রনি)
৪.সহ- সভাপতি _ মো:নাঈম হোসেন
৫.সাধারণ সম্পাদক _ মো : রাকিব হাসান
৬.যুগ্ন সাধারণ সম্পাদক _ মো:সাকওয়াত হোসেন (মুন্না)
৭.যুগ্ন সাধারণ সম্পাদক_ মো:আশরাফুল হাসান
৮.সাংগঠনিক সম্পাদক _ মেহেদী হাসান
৯..যুগ্ন সাংগঠনিক সম্পাদক_মো: শাকিল
১০.অর্থ সম্পাদক _ আকবর হোসেন
১১.যুগ্ন অর্থ সম্পাদক_মো: সাহাদাত হোসেন
১২.দপ্তর সম্পাদক _মো:মেহেদী হাসান
১৩.যুগ্ন দপ্তর সম্পাদক_ মো: আমজাত হোসেন
১৪.প্রচার ও প্রকাশনা সম্পাদক _মো: দেলোয়ার হোসেন (তানভীর)
১৫.যুগ্ন প্রচার ও প্রকাশনা সম্পাদক_ মো মানমুদুল হাসান (রাজিন)
১৬. উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক_মো: নিয়াজ উদ্দিন
১৭.শিক্ষা বিষয়ক সম্পাদক _মো: শফিকুল
ইসলাম
১৮.সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো জুলফিকার
১৯. সমাজ কল্যাণ সম্পাদক _মো: শাহরিয়ার শাওন
২০. তথ্য ও প্রযুক্তি সম্পাদক _মো :ইমরুল কায়েস (সাকিব)
২১. যুগ্ম তথ্য ও প্রযুক্তি সম্পাদক_ মো: তোফাজ্জেল হোসেন
২২. উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক_ মো: কাজী ছাজ্জাদ হোছাইন (ইমন)
২৩.ক্রীড়া সম্পাদক _মো: আবু কাউছার
২৪.যুগ্ন তথ্য প্রযুক্তি সম্পাদক_ মো: মাসুদ রানা
২৫.ছাএ বিষয়ক সম্পাদক _ মো: তারেক
২৬:ছাএ বিষয়ক সম্পাদক_ মায়মুনা আক্তার ইফতি
২৭.প্রাণ ও দূর্যোগ সম্পাদক _মো:রিয়াজ উদ্দিন
২৮.পরিবেশ সম্পাদক _মো: ছাদেক
২৯.সমাজ সেবা সম্পাদক _মো: ফারুক হোসেন
৩০. উন্নয়ন সম্পাদক _মো: নুর উদ্দিন সাগর
৩১.মানব সম্পাদক _মো: আরাফাত
৩২.উপ মানব সম্পাদক_ মো: ইমাম হোসেন
৩৩.ধর্ম সম্পাদক _ মো: বোরহান উদ্দিন