Saturday, January 25Welcome khabarica24 Online

সাভারে ভেজাল খাদ্য ও মোটরযান নিয়ম ভঙ্গে জরিমানা আদায়

image_87002.dhaka-map

ঢাকার উপকণ্ঠ সাভারে অপরিচ্ছন্ন পরিবেশে ও ভেজাল খাদ্য উৎপাদন করায় স্থানীয় কয়েকটি রেষ্টুরেন্ট, মিষ্টির দোকানে এবং মোটরযান আইন ভঙ্গের কারণে কয়েকটি মোটরসাইকেল ও বাসে অভিযান চালিয়ে ১ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাধাপুর মিস্টান্ন ভাণ্ডার, দারুচিনি রেষ্টুরেন্ট ও বাংলার স্বাদ রেষ্টুরেন্টসহ ঢাকা-আরিচা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান মোল্লা কালের কণ্ঠকে বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন খাবারের দোকানগুলোতে ভেজালমুক্ত খাবার বিক্রি ও উৎপাদনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে বাজার বাসস্ট্যান্ড এলাকার দারুচিনি রেষ্টুরেন্টকে ২০ হাজার, বাংলার স্বাদ রেষ্টুরেন্টকে ৫০ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সাধাপুর মিষ্টান্ন ভান্ডার কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে গ্রান্ড সন্স মিটিন্ন ভান্ডার, জনতা সুইটমিট, মিস্টিমুখসহ বেশ কয়েকটি মিস্টির দোকান কারখানায় তালা লাগিয়ে পালিয়ে যায়। এ সময় বাংলার স্বাদ রেস্টুরেন্টের ফ্রিজের ভিতর কয়েকদিন আগের ফ্রাইড করা মুরগি পাওয়া যায়। এ ছাড়া মোটরযান আইনে পৃথক অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল আরোহী ও একটি বাসচালককে মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে কেউ যেন ভেজাল খাদ্য বিক্রি করতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আগামীতে ভ্রাম্যমাণ আদালতের চারটি দল এক সাথে অভিযান পারিচালনা করবে বলে জানান তিনি।