রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাভারে ডিম ফেলে খামারীদের সড়ক অবরোধ

10520140401135203_83424
বিদেশ থেকে ডিম আমদানি বন্ধ ও মূল্যবৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে ধামরাইয়ে পোলট্রি খামারিরা ডিম ভেঙে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।মঙ্গলবার ১১টায় ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অবরোধ করেন উপজেলার পাঁচ শতাধিক খামারি। এ সময় মহাসড়কের ওপর ২০ হাজার ডিম ধ্বংস করেন ক্ষুব্ধ খামারিরা।তাদের দাবিগুলো হলো, ডিম আমদানি বন্ধ, দেশীয় ডিমের মূল্যবৃদ্ধি, সকল কোম্পানির কমার্শিয়াল খামার বন্ধ, স্বল্প সুদে ঋণ, লেয়ার খামারিদের বিমার সুযোগ, ক্ষুদ্র খামারিদের উৎপাদিত ডিম বিদেশে রপ্তানির ব্যবস্থা। সমাবেশে প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র খামারিদের রক্ষায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
অবরোধের পর পুলিশ সড়ক থেকে খামারিদের সরিয়ে দিলে তারা মহাসড়কের পাশে সমাবেশ করেন।
সমাবেশে ধামরাই তুরাগ পোলট্রি সমিতির সভাপতি মজিদ মাস্টার, পোলট্রি সমিতির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ ক্ষুদ্র খামারিরা বক্তব্য রাখেন।