শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাবেক সেনাপ্রধান সিসি মিশরের নতুন প্রেসিডেন্ট

26508_misor

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে একতরফা জয় পেয়েছেন দেশটির সাবেক সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ৯৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি। সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী হামদীন সাবাহি পেয়েছেন মাত্র ৩ দশমিক ১ শতাংশ ভোট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও আল-জাজিরা। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করতে মিশরবাসীর প্রতি অনুরোধ জানান সিসি। সাবেক এ সেনা প্রধান বলেন, তিনি স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান। গত সপ্তাহে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। আগামী রোববার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন সিসি। গত বছরের জুলাই মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়েছিলেন অবসরপ্রাপ্ত ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসি। সিসির জয়লাভের সংবাদে রাজধানী কায়রোর তাহরির স্কয়ার পরিণত হয় উৎসবের কেন্দ্রবিন্দুতে। সারা দেশেই সিসির সমর্থকরা বিজয় র‌্যালি বের করে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল বেশ কম। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ৪৭ দশমিক ৪৫ শতাংশ ভোটার উপস্থিত হয়েছিলেন। নির্বাচনের আগে সিসি এক ঘোষণায় বলেছিলেন, তিনি ৪ কোটি বা ৭৪ শতাংশ ভোটারের উপস্থিতি আশা করেন। সিসির সামনে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ। অস্থিতিশীল, অস্থির মিশরে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজটা মোটেই সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।