শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাবেক মন্ত্রী এলকে সিদ্দিকী আর নেই

34501_ab

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পানিসম্পদমন্ত্রী এল কে সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের পরিবার সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হবে। রোববার সকাল আটটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। দুপুর ১২টায় আগ্রাবাদ জাম্বুরি মাঠ ও বাদ জোহর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে মরহুমের নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে। বিকেল চারটায় সীতাকুণ্ড স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। এলকে সিদ্দিকীর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।