বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাবেক জাসদ নেতা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আর নেই

নিজস্ব প্রতিনিধি : ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে মীরসরাই আসনের জাসদ প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আর নেই। ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ১০ টার সময় বার্ধক্যজনিত কারণে উপজেলার করেরহাটের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ, উদয়ন ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।