চাঁদা দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালিতে ৩২ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।শনিবার ভোরে মামুনদো নদীর কৈখালির কাঞ্চিখালি খালে মাছ ধরার সময় এই অপহরণের ঘটনা ঘটে। এদের মধ্য থেকে দুই জেলেকে জলদস্যুরা মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য পাঠিয়েছে। কৈখালি কোস্টগার্ড পহরণের কথা স্বীকার করে জানিয়েছেন তারা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলি জানান, অপহৃত সব জেলের বাড়ি শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা একটি বড় নৌকা নিয়ে শনিবার ভোরে মাছ ধরার জন্য সুন্দরবনে ঢুকেছিল। এসময় মামুনদো নদীর সংযোগ খাল কাঞ্চিখালিতে অপেক্ষমান জলদস্যু আলিম বাহিনী ও জোনাব বাহিনীর সদস্যরা তাদেরকে ধরে চাঁদার দাবিতে মারপিট শুরু করে। পরে তারা দুই জেলে আবদুল্লাহ ও আলাউদ্দিনকে মুক্তি দিয়ে গ্রামে পাঠায় চাঁদা আদায়ের জন্য। তিনি আরও জানান, মাথা প্রতি এক লাখ হিসাবে তিরিশ লাখ টাকা জরুরিভাবে পৌছে না দেওয়া হলে তাদেরকে হত্যার হুমকি দেয় তারা। এদিকে ৩২ জেলে অপহরণের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দর তাদেরকে জিম্মি দশা থেকে উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানান। পুলিশ ও বনবিভাগের লোকজন অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধারের উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।
অপহৃত জেলেরা হলেন হাফিজুর, শাহনুর, আনোয়ারুল, মনিরুল, হামিদ, ময়েনউদ্দিন, আনিসুর, নুরুজ্জামান, রুহুল আমিন, সাঈদুল, ইউনুস, ইউসুফ, আমিরুল, আনারুল, নজরুল, সাঈদুর, আলম, ইব্রাহীম, কাদের, মোশারাত, আবদুল কাদের, বাখের আলি, মোশাররফ, আতাউর, আনারুল ও নজরুল ইসলাম। তাদের বাড়ি শ্যামনগরের কালিঞ্চি গ্রামের কলোনী পাড়ায়। এদিকে এই অপহরণের খবরে তাদের পরিবারের লেকজন উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা তাদের মুক্তির জন্য অভিযানের তাগিদ দিয়েছেন।