দ্বিতীয় ওয়ানডে চলার সময় অশোভন আচরণ করায় সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে শুনানিতে ডাকে বিসিবির শৃঙ্খলা কমিটি। শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দোষী প্রমাণিত হওয়ায় তিনটি ওয়ানডেতে নিষিদ্ধ করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।তাই শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।