নিজস্ব প্রতিনিধি : পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোদলীয় নেতা ও প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান মরহুম একেএম ফজলুল কবির চৌধুরীর মেঝ ছেলে ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই ব্যবসায়ী ফজলে রাব্বি চৌধুরী (মানিক) মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজেউন)। ( ৪ মে ) বৃহস্প্রতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই ব্যবসায়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুতে পুরো রাউজানে শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তি জীবনে তিনি অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তার চলাফেরা ছিল খুবই সাদামাটা। আগামীকাল শুক্রবার ( ৫ মে) বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে গহিরাস্থ নিজ বাড়িতে দাফন করা হবে।
উত্তর জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ : ফজলে রাব্বি চৌধুরী (মানিক) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মীরসরাই এর জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। শোক প্রকাশ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ ছালাম ও সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান । সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান স্বাক্ষরিত শোক বার্তায় তিনি উত্তর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।